মাত্র দুই তরমুজের দাম ১০ লাখ টাকা !

চোখ কপালে উঠার মতো অবস্থা। মাত্র দুটি তরমুজের দাম বাংলাদেশি টাকায় ১০ লাখ। বিশ্বাস আপনাকে করতেই হবে। ঘটনাটি ঘটেেছে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে সাপ্রো সেন্ট্রাল হোলসেল মার্কেটে। আর এই পারিমান অর্থ দিয়ে জাপানে ঝকঝকে নতুন একটি গাড়িই কিনে ফেলা যায়!

গতকাল শুক্রবার জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে সাপ্রো সেন্ট্রাল হোলসেল মার্কেটের এক নিলামে ক্রেতাদের দরকষাকষিতে এই দামে বিক্রি হয় তরমুজ দুটি । প্রতি বছরই যখন প্রথম ইউবারি জাতের এই তরমুজ বাজারে ওঠে, তখনই এই নিলাম ডাকা হয়। প্রথম নিলামে উচ্চমূল্য জাপানের বাজারে খুবই প্রচলিত একটি রীতি।

চড়া দামে কিনে বিজয়ী হওয়ার মধ্যে ক্রেতার সুনাম সম্মান আর ব্যক্তিত্ব ফুটে ওঠে।

ইউবারি তরমুজ জাপানের মানুষদের কাছে মর্যাদার প্রতীক। বন্ধুবান্ধব ও স্বজনদের জন্য উপহার হিসেবে কেনা হয় এ ফল। বেশ অলঙ্কৃত ও জাঁকজমকপূর্ণ একটা বাক্সে রেখে এ ফল বাজারে বিক্রি করা হয়।



মন্তব্য চালু নেই