মাত্র চার মিনিট কথা বললেন ওবামা-পুতিন

পেরুর রাজধানী লিমায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (আপেক) শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। দুজনের শীতল চাহনি আর ঠাণ্ডা করমর্দনে মোড়া চার মিনিটের কথোপকথনই বলে দিলো পুতিন-প্রিয় ডোনাল্ড ট্রাম্প ওবামার উত্তরসূরি হিসেবে নির্বাচিত হওয়ায় দুই রাষ্ট্রনেতার সম্পর্ক আরও শীতল হয়েছে।

রোববার ওবামা-পুতিনের দেখা হয়। দাঁড়িয়ে দাঁড়িয়েই চার মিনিট কথা বলেন তারা। তারা কী নিয়ে আলোচনা করেছেন তা জানা না গেলেও সাংবাদিক বৈঠকে ওবামা জানান, সিরিয়া এবং রুশ সেনার ধারাবাহিক বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়াচ্ছে। এছাড়া পুতিনের সঙ্গে নীতিগতভাবে যুক্তরাষ্ট্রের যে পার্থক্য রয়েছে, তাও স্পষ্টভাবে বোঝানো হয়েছে।

এদিকে, সাক্ষাৎ শেষে পুতিন সাংবাদিকদের বলেন, ‘এতো বছর ধরে যৌথ দায়িত্ব পালনের জন্য ওবামাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি যদি চান রাশিয়ায় আসতেই পারেন। আমাদের ভালোই লাগবে।’

তবে এই দুই নেতা যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ঝোড়ো সাফল্য নিয়ে কোনো কথা বলেননি।



মন্তব্য চালু নেই