মাগুরার শালিখা উপজেলার ৭ ইউপিতে আওয়ামীলীগের মনোনয়ন চুড়ান্ত
মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার ৭ ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চুড়ান্ত হয়েছে।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু জানান, শালিখা উপজেলা আওয়ামীলীগ কর্তৃক তৃর্ণমূলের বাছাইকৃত প্রার্থীদের নামের তালিকা জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রে পাঠানো হয়। যাচাই-বাছাই করে কেন্দ্রীয় কমিটি ৭ ইউনিয়নে একক প্রার্থী চুড়ান্ত করেছেন। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত ৭ ইউপির চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নের চিঠি মঙ্গলবার রাতে তিনি হাতে পেয়েছেন।
আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- শালিখা সদর আড়পাড়া ইউনিয়নে মুন্সী ইসরাইল হোসেন, ধনেশ্বরগাতী বিমলেন্দু শিকদার, তালখড়ি মো. সিরাজুদ্দীন মন্ডল, শতখালী মো. আনোয়ার হোসেন ঝন্টু, শালিখা মো. আমজাদ আলী, বুনাগাতী মো. বখতিয়ার লস্কর ও গঙ্গারামপুর ইউনিয়নে মো. হালিম মিয়া মনোনয়ন পেয়েছেন।
মন্তব্য চালু নেই