মহিলা জামায়াতের সভানেত্রীসহ ১০ নেতাকর্মী গ্রেফতার

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী মহিলা শাখার সভানেত্রীসহ ১০ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার দুপুরে সেগুনবাগিচার ‘প্রিয় প্রাঙ্গন’ অ্যাপার্টমেন্ট ভবন থেকে তাদের আটক করা হয়। তারা সেখানে ‘গোপন বৈঠক’ করছিলেন বলে দাবি পুলিশের।

জামায়াতের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ’ লেখা একটি গাড়িতে করে আটককৃতদের নিয়ে যাওয়া হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, গোপন বৈঠকের সময় এই ১০ মহিলাকে আটক করা হয়। পরে তারা সবাই নিজেদের জামায়াতের লোক বলে পরিচয় দেন।

জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। আগামীকাল সোমবার তাদের আদালতে হাজির করা হবে।

তবে কী অভিযোগে তাদের আটক করা হয়েছে, বা কোন মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে তা জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।



মন্তব্য চালু নেই