মনোনয়নপত্র জমা দিলেন আব্বাস
সিটি করেপারেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস।
রোববার বিকেল ৪ টার দিকে মির্জা আব্বাসের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট একেএম শাহজাহান গুলিস্তানস্থ ঢাকা মহানগর নাট্যমঞ্চে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন।
রিটার্নিং কর্মকর্তা মীর সারেয়ার মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শুক্রবার আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর থেকে মেয়র পদে মনোনয়নপত্র কিনেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস।
মন্তব্য চালু নেই