ভোট বর্জন করলেন গোলাম মওলা রনি

সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্রী মেয়র প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মওলা রনি। বিকেল সাড়ে তিনটার দিকে তার ফেসবুক পাতায় তিনি নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে স্ট্যাটাস দেন।

সিটি নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে তিনি তার ফেসবুক পাতায় লেখেন, অন্যসব প্রতিযোগীর মতো আমিও এই নির্বাচন বর্জন করলাম।

তিনি তার ফেসবুক পাতায় আরও লেখেন, ৫ জানুয়ারির নির্বাচন টিভিতে দেখেছিলাম। আর ২৮ এপ্রিলের নির্বাচন চর্মচক্ষে দেখলাম।

হতাশা প্রকাশ করে তিনি লেখেন, এও কি সম্ভব? হ্যাঁ রঙ্গে ভরা বঙ্গে সবই সম্ভব।

www.facebook.com/golammaularonymp/post /907098346018788?__mref=message_bubble



মন্তব্য চালু নেই