ভোট দিয়েছি, নিরাপত্তা দিন

২০ দলীয় জোটের আন্দোলনের নামে নৈরাজ্যের হাত থেকে দেশের সব ব্যবসায়ীদের নিরাপত্তা দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছি। আপনাদের দায়িত্ব ব্যবসায়ীসহ দেশের ১৬ কোটি মানুষকে নিরাপত্তা দেয়া।এজন্য যা করা প্রয়োজন তা আপনাদের করতে হবে। এই অপশক্তির কাছে ব্যবসায়ীরা জিম্মি হতে পারে না।’
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ব্যবসায়ীদের এক প্রতিকী অনশন কর্মসূচি, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাজী আকরাম উদ্দিন।
হরতাল-অবরোধের মধ্যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে নিহত মানুষের আত্মার প্রশান্তি এবং নেতিবাচক ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যাণ্ড পাওয়ারলুম ইণ্ডাষ্ট্রিজ অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করে।
কাজী আকরাম আরো বলেন, ‘পুলিশ বলছে, নাশকতাকারীদের তালিকা তাদের হাতে আছে। তাহলে এই নাশকতাকারীদের গ্রেপ্তার করছেন না কেন? আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে এই নৈরাজ্যের রিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে যৌক্তিক কোনো সমাধানের কথা বলবেন। কিন্তু তার কথায় আমরা হতাশ হয়েছি। খালেদা জিয়া যৌক্তিক পরিণতি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন। অথচ তিনি নিজেই অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়েছেন। এভাবে কখনো যৌক্তিক সমাধান পাবেন না।’
তিনি আরো বলেন, ‘ব্যবসায়ীদের তো প্রেসক্লাবে থাকার কথা ছিল না। তাদের থাকার কথা ছিল নিজেদের শিল্প কারখানায়। কিন্তু ব্যবসায়ীরা বাধ্য হয়ে এখানে এসেছেন। আন্দোলনের নামে তারা যে অরাজকতা শুরু করেছে তাদের এর জবাব দিতে হবে।’
আকরাম বলেন, ‘চলমান হরতাল অবরোধের কারণে শিল্প করকারখান ধ্বংসের মুখে। দেশের অর্থনীতির মেরুদণ্ডর ভেঙে পড়ছে। ইতোমধ্যে শত শত মানুষ নিহত-আহত হয়েছেন। এভাবে চলতে থাকলে এক সময় দেশের অর্থব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।’
তিনি বলেন, ‘দেশের ১৬ কোটি মানুষকে পোশাক দিচ্ছে কারা? তাদের অবদানের কথা, নিরাপত্তার কথা বিবেচনা করে অন্তত হরতাল-অবরোধ প্রত্যাহার করা উচিৎ।’
বিএসটিএমআইয়ের প্রেসিডেন্ট আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়েজ উদ্দিন আহমেদ, এফবিসিসিআইয়ের যুগ্ম সহ-সভাপতি আলহাজ্জ আব্দুল হক, রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভুঁইয়া মিলন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই, ভরসা গ্রুপের পরিচালক শফিকুল ইসলাম ভরসা প্রমুখ।
প্রতিকী অনশন শেষে দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে দোয়া পরিচালনা করেন শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরিদ উদ্দিন মাসউদ।



মন্তব্য চালু নেই