ভুল নীতির কারণেই হার মায়াবতীর :‌ জেটলি

ইভিএমের জন্য নয়, ভুল নীতির কারণেই হারতে হয়েছে মায়াবতীর দলকে। এমনটাই দাবি করলেন অরুণ জেটলি। শনিবার নির্বাচনী বিপর্যয়ের পরেই ইভিএম’‌কে কাঠগড়ায় তুলেছিলেন বসপা নেত্রী। তাঁর অভিযোগ ছিল, ‘‌ইভিএমে কারচুপি হয়েছে। যেখানেই ভোট দিক, সেই ভোট গিয়ে জমা হয়েছে বিজেপি’র বাক্সে। না হলে এমন ফল হত না। ইভিএম নিয়ে তদন্ত করা হোক। ’‌ তাঁর এই অভিযোগকে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

তাঁর কথায়, ‘‌লোকসভা ভোটের আগে তো আমরা ক্ষমতায় ছিলাম না। সেখানেও বিজেপি’‌র ফল ভাল হয়েছিল। শূন্যে নেমে গিয়েছিল বসপা। কিন্তু তিনি কোনো শিক্ষাই নেননি। নেতিবাচক রাজনীতি করে গেছেন। এটা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। এখানে কারচুপি করে এভাবে জেতা যায় না। মায়াবতীকে সবার আগে স্বীকার করে নিতে হবে, মানুষ তাঁদের প্রতি আস্থা রাখেননি।

এর পরও যদি এমন ভিত্তিহীন অভিযোগ করে চলেন, নিজের বিশ্বাসযোগ্যতা নিজেই নষ্ট করবেন। যাঁরা ভোট দিয়েছেন, আগামীতে হয়ত তাঁরাও দেবেন না।

সূত্র: আজকাল



মন্তব্য চালু নেই