ভারতে সিপিএম-এর দায়িত্বে হাতবদল

ভারতের মার্ক্সপন্থী সমাজতান্ত্রিক দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সীতারাম জেচুরি।

তার ভাষ্য অনুযায়ী, দলের অত্যন্ত সংকটকালীন মুহূর্তে এ দায়িত্ব তাকে দেয়া হয়েছে। এটা দলের জন্যে এমন একটা সময়, যখন অতীত ব্যর্থতা ভুলে দলটি সামনে এগিয়ে যেতে চায়। ক্ষমতার রাজনীতিতে চরমভাবে ব্যর্থ রাজনৈতিক দল সিপিএম এখন ঘুরে দাঁড়াতে চায়।

চলমান রাষ্ট্রব্যবস্থাপনায় নরেন্দ্র মোদির প্রশাসন তাকে ক্ষেপিয়ে তুলছে বলে জানান। তিনি মনে করেন, সামনের দিনগুলোতে মোদির দলটির বিরুদ্ধ সমস্ত রাজনৈতিক দলের একীভূত হতে হবে। কেননা বিরোধী দলের প্রতি ক্ষমতাসীন দল যে খড়গহস্ত ভূমিকা নিয়েছে, তার বিপরীতে অস্তিত্ব রক্ষার স্বার্থে সবার এক হতে হবেই।

তিনি বলেন, সেক্ষত্রে সকল রাজনৈতিক শক্তিকে এক করার কৃতিত্ব অন্তত মোদির প্রাপ্য।

ভারতের একসময়ের প্রভাবশালী সমাজতান্ত্রিক দল সিপিএমএর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ সকল কথা বলেন।



মন্তব্য চালু নেই