ভারতে বিষাক্ত মদপানে ২৭ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে সোমবার চোলাই মদ খেয়ে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। একশরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫০ জনের অবস্থা আশংকাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইউপি সরকার আবগারি ও পুলিশ বিভাগ থেকে ১৬ জনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

ইউপি’র ইন্সপেক্টর জেনারেল সাংবাদিকদের বলেন, হাসপাতালে চিকিৎসারতদের ভাষ্য অনুযায়ী স্থানীয়ভাবে তৈরি যে মদ পান করা হয়েছে তা ছিল বিষাক্ত। তিনি জানান, আটক তরল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া পুলিশও ঘটনার তদন্ত করবে।

প্রধান চিকিৎসা কর্মকর্তা এসএনএস যাদব বলেন, লক্ষণে মনে হচ্ছে স্থানীয়ভবে তৈরি মদের সঙ্গে মিথাইল অ্যালকোহল মেশানোয় হতাহতের এ ঘটনা ঘটেছে।
মালিহাবাদের ডাটলি গ্রামের একটি পরিবার এ মদ তৈরি করেছে এবং প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মৃতের স্বজনদের জন্য দুই লাখ করে রুপি এবং অসুস্থদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ঘোষণা দিয়েছেন



মন্তব্য চালু নেই