ভারতে নৌকাডুবিতে নিখোঁজ ৩০

ভারতের আসাম রাজ্যের কোলোহী নদীতে সোমবার একটি ইঞ্জিন চালিত নৌকাডুবির ঘটনায় ৩০ জন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন এক স্থানীয় কর্মকর্তা।

জেলা ম্যাজিস্ট্রেট ভিনোদ সাচোন জানিয়েছেন, নৌকাটিতে ৬০ জনের মত যাত্রী ছিল। এটি কোহলী নদীতে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে নৌকাটি উল্টে যায়। কিছুক্ষণ পরই এটি ডুবে যায়। ৩০ জনের মত সাঁতরে নিরাপদে পৌঁছাতে পেরেছেন। বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন। তবে জীবিতদের সঠিক সংখ্যা জানা যায়নি।

জীবিতরা জানিয়েছেন, নৌকাটি উল্টে যাবার সময় ডেকের নিচে প্রায় ২৫ জন আটকা পড়ে ছিল।উদ্ধারকর্মীরা আসামের রাজধানী গোহাটির কাছাকাছি উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তারা জীবিতদের উদ্ধারের চেষ্টা করছে বলে জানা গেছে।

কোলোহী নদী ব্রহ্মপুত্র নদের উপনদী। চলতি মৌসুমে আকস্মিক বৃষ্টির কারণে হঠাৎ করে এর পানি বেড়ে গেছে। অন্যান্য সময়ের তুলনায় এখন স্রোতও বেশি দেখা যাচ্ছে। এ কারনেই নৌকাডুবির ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন ভিনোদ।



মন্তব্য চালু নেই