ভারতে জ্বালানি মন্ত্রণালয় থেকে তথ্য চুরি!
অ্যানার্জি কোম্পানিগুলোর কাছে সরকারের গোপনীয় তথ্য পাচারের অভিযোগে ভারতে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মঙ্গলবার দুই সরকারি কর্মকর্তা, একটি শীর্ষস্থানীয় অ্যানার্জি কোম্পানির কর্মকর্তা ও দুই মধ্যস্থতাকারীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার গ্রেপ্তার করা হয় জ্বালানি বিষয়ক দুই পরামর্শককে।
পাচার হওয়া কাগজপত্রগুলোতে জ্বালানির মূল্য ও সরকারি নীতি সংক্রান্ত ছিল।
দিল্লি পুলিশ প্রধান বি এস বাস্সি জানান, মঙ্গলবার রাতে কিছু লোক দিল্লিতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ে অনুপ্রবেশ করে কিছু অফিসিয়াল কাগজপত্র চুরি ও হাতিয়ে নেয়ার চেষ্টা করছিল। ফাঁদ পেতে মন্ত্রনালয়ের বাইরে থেকে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে কাগজপত্র উদ্ধার করা হয়। আরও চারজনকে পরবর্তীতে আটক করা হয়।
বাস্সি বলেন, অতি গোপনীয় ওই সব কাগজপত্র টাকার বিনিময়ে জ্বালানি মন্ত্রণালয় থেকে ‘চুরি,ফটোকপি ও ফাঁস’ করা হয়েছিল।তদন্তকারীরা শিগগিরই এসব কাগজপত্রের গ্রহীতাকে আটক করবে।
তিনি আরও বলেন, গোপনীয় এসব কাগজপত্র বেশ কয়েকজন পরামর্শক ও অ্যানার্জি কোম্পানির কাছে ফাঁস করা হয়েছিল। এদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্তব্য চালু নেই