ভারতে চিতায় আহুতি দিলেন বৃদ্ধা
সতীদাহ প্রথা বন্ধ হয়ে যাওয়ার পর বহু বছর পেরিয়ে গেছে। কিন্তু এখনও ভূভারতে স্থানভেদে এমন মানুষের খবর আসে যারা সতীদাহকে সমর্থনের সূত্র ধরে এখনও অন্ধ ধর্মবিশ্বাসের গোড়ায় পানি ঢেলে চলেছেন। গত ১৩ ডিসেম্বর শনিবার ভারতের বিহার রাজ্যে এমনই এক বয়োঃবৃদ্ধা নারী ‘সতী’ হতে চেয়ে ঝাঁপ দিয়েছেন স্বামীর চিতায়।
এলাকার উপজেলা পুলিশ কর্মকর্তা প্রেম সাগর গণমাধ্যমকে জানান, বিহারের সহর্ষ জেলার পরমানিয়া গ্রামের ৬৫ বছর বয়েসী প্রবীণ বৃদ্ধা গহয়া দেবী স্বামী রামচরিত্র মণ্ডলের চিতায় আহুতি দেন। আত্মীয় স্বজনেরা যেন তাকে বাধা দিতে না পারেন, সে জন্যে তিনি আত্মগোপন করেছিলেন। তারপর সবার অলক্ষ্যে হঠাৎ আগুনে ঝাঁপিয়ে পড়েন। অসামান্য সহনক্ষমতার অধিকারী সেই বৃদ্ধা নিঃশব্দে অগ্নিদগ্ধ হতে থাকেন। স্বজনেরা হঠাৎ তাকে দেখতে না পেয়ে বাড়িতে খুঁজতে থাকে। ব্যর্থ হয়ে চিতার কাছে এসে জ্বলন্ত চিতায় তাকে আবিষ্কার করে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, গহয়া দেবিকে চিতায় দেখার পর, বিষয়টি ধর্মীয়ভাবে সংবেদনশীল হওয়ায় তার আত্মীয় স্বজনেরা তাকে সেখান থেকে বের করে আনার কোন উদ্যোগ দেখায়নি।
মন্তব্য চালু নেই