ভারতের হাসপাতালে আগুন, নিহত ২২

ভারতের ওড়িশা রাজ্যের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। বেশির ভাগই ধোঁয়ার কারণে মৃত্যুবরণ করছেন। খবর এনডিটিভির।

সোমবার স্থানীয় সময় সন্ধা সাড়ে সাতটার দিকে ওড়িশার ভুবনেশ্বর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড সাম হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালের ডায়ালাইসিস ওয়ার্ড থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও মেডিসিন ওয়ার্ডে ছড়িয়ে পড়ে।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় কমপক্ষে ৫০০ রোগী হাসপাতালে ছিলেন।অনেক রোগীকে উদ্ধার করে অন্যান্য হাসপাতালে নেয়া হয়।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এদিকে ঘটনার পর টুইট করে গভীর শোক প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশও দেন তিনি।

এর আগে ২০১১ সালে কলকাতার এএমআরআই হাসপাতালের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই সময় হাসপাতালের ৮৫ জন রোগীসহ প্রায় ১০০ মানুষের মৃত্যু হয়।



মন্তব্য চালু নেই