ভারতের বিহারের আরায় আদালতে বিস্ফোরণ, মৃত ২, জখম ১২
ভারতে প্রজাতন্ত্র দিবসের আগে বিহারের ভোজপুর জেলার আরায় আদালতে বিস্ফোরণ। মৃত ২। জখম ১২। পুলিশ জানিয়েছে, আজ সকাল এগারোটা নাগাদ কয়েদিদের আদালতে পেশের সময় হঠাৎই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে নিহত ২ জনের মধ্যে এক মহিলা ও একজন পুলিশ কনস্টেবল রয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
বিহারর এডিজি গুপ্তেশ্বর পাণ্ডে জানিয়েছেন, বিস্ফোরণে যে মহিলার মৃত্যু হয়েছে, তাঁর হাতেই বোমা ছিল। কিন্তু, কী কারণে এই বিস্ফোরণ? তা খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় বিহার সরকারের রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
মন্তব্য চালু নেই