ভারতীয় ভিসার আবেদন এখন সরাসরি
এখন থেকে ঢাকার গুলশান, মতিঝিল, ধানমণ্ডি এবং খুলনার একটি সেন্টারে ভারতীয় ভিসার জন্য সরাসরি আবেদন গ্রহণ করা হবে। সেই সঙ্গে যে কোনো সময় সেন্টারে গিয়ে সরাসরি তা জমা দেয়া যাবে।
যদিও বর্তমানে ভারতীয় ভিসার জন্য অনলাইনে ফরম পূরণের পর জমা দিতে নির্ধারিত তারিখের জন্য অপেক্ষা করতে হয়।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে ভিসার আবেদন সরাসরি গ্রহণ করা হবে বলে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) জানিয়েছে। তবে পর্যটক ভিসার আবেদন আগের নিয়মেই চলবে। তবে আগে থেকেই ঢাকায় চিকিৎসা ভিসার জন্য সরাসরি আবেদন গ্রহণ করা হচ্ছিল।
ভিসা প্রার্থীদের বিড়ম্বনার অভিযোগের পরিপ্রেক্ষেতেই সরাসরি আবেদন গ্রহণের এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানায় ভারতীয় হাই কমিশন।
মন্তব্য চালু নেই