ভারতকে বিপথে পরিচালনা করছে কেন্দ্র : মমতা

প্রত্যাশিত ভাবেই বাজেটের সমালোচনা করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাজেট পেশের পর একের পর এক টুই্যট করে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন তিনি।

বাজেটকে উদ্দেশ্যহীন, কার্যকারিতাহীন, দিশাহীনও হৃদয়হীন বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বাজেট বক্তৃতার পর টুই্যট করে মমতা বলেন, দেশকে বিপথে পরিচালনা করছে কেন্দ্র। আয়করদাতাদের এখনও টাকা তোলার উপরে এখনও সীমাবদ্ধতা রয়েছে। এই মুহূর্তে সমস্ত সীমাবদ্ধতা তুলে দেওয়া উচিত। নোট বাতিলের পর পরিসংখ্যান কোথায়? শুধু অর্থহীন সংখ্যা ও শব্দ নিয়ে খেলা করা হচ্ছে।

নোট বাতিল ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে দুদিন বাজেট অধিবেশন বয়কট করেছেন তৃণমূল সাংসদরা। ২ফেব্রুয়ারি থেকে সংসদের ভিতরে ও বাইরে বিক্ষোভ দেখাবেন তারা।



মন্তব্য চালু নেই