ভবিষ্যতের জন্য নির্বাচন সুষ্ঠু করুন : বিএনপি

জাতীয় নির্বাচন প্রশ্নে বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে ‘ভবিষ্যত সমঝোতার’ জন্য সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

দলটি বলছে, সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে তা পরবর্তীতে জাতীয় নির্বাচনের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। যা আলাপ-আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করতে পারে।

সেই আলোচনায় সিটি নির্বাচনকে দুই দলই যাতে উদাহরণ হিসেবে নিতে পারে, তাই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব সরকারের বলেও মনে করে দলটি।

সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এই বক্তব্য তুলে ধরেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ড. আসাদুজ্জামন রিপন।

বিস্তারিত আসছে…



মন্তব্য চালু নেই