‘ভঙ্গুর রাষ্ট্রে’র তালিকায় তলানিতে বাংলাদেশ

বিশ্বের ‘ভঙ্গুর রাষ্ট্রের’ তালিকায় ৩২তম অবস্থানে বাংলাদেশ। প্রতিবেশি ভারত ৬৯তম স্থানে থাকলেও পাকিস্তানের অবস্থান ১৩তে।

যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান ফান্ড ফর পিসের (এফএফপি) কর্তৃক ১৭৮টি দেশের ওপর চালানো গবেষণা সমীক্ষায় এ চিত্র ওঠে এসেছে। দেশে স্থিতিশীলতার মাত্রা, রাজনৈতিক অবস্থা, নানা বিধি-নিষেধ (চাপ), সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকসহ প্রায় ১০০টি উপ-সূচককে ভিত্তি ধরে বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত সামাজিক বিজ্ঞান গবেষকরা এক বছর ধরে ওই সমীক্ষা চালান। বুধবার ওই সমীক্ষা প্রতিবেদন প্রতিষ্ঠানের নিজস্ব সাইটে প্রকাশ করা হয়।

সমীক্ষায় বিশ্বের শীর্ষ ভঙ্গুর রাষ্ট্রের তালিকার প্রথম ১০টি দেশের সাতটি আফ্রিকা মহাদেশের। দেশগুলো হলো-দক্ষিণ সুদান (প্রথম), সোমালিয়া (দ্বিতীয়), মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র (তৃতীয়), সুদান (চতুর্থ), কঙ্গো (পঞ্চম), চাদ (ষষ্ঠ) ও গিনি (দশম)।

তালিকায় অষ্টম স্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের অবস্থান সপ্তমে। আর সিরিয়ার অবস্থান নবমে। ভঙ্গুর রাষ্ট্রের এ তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ১৫৮তম।

এ তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে আছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো। তালিকায় ১৭৮তম অবস্থানে আছে ফিনল্যান্ড। এ ছাড়া সুইডেন ১৭৭, নরওয়ে ১৭৬, ডেনমার্ক ১৭৫, লুক্সেমবার্গ ১৭৪, সুইজারল্যান্ড ১৭৩, নিউজিল্যান্ড ১৭২, আইসল্যান্ড ১৭১, অস্ট্রেলিয়া ১৭০ ও আয়ারল্যান্ড ১৬৯তম অবস্থানে আছে।

ওই সমীক্ষা সূচকে ভঙ্গুর দেশের তালিকায় বাজে অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। দেশটি দ্বাদশ অবস্থানে আছে। ২৭তম অবস্থানে আছে মিয়ানমার। উত্তর কোরিয়া ২৯, শ্রীলঙ্কা ৩৪, নেপাল ৩৫, লেবানন ৪০, ইরান ৪৪ ও ফিলিপাইনের অবস্থান ৪৮তম।

দক্ষিণ এশিয়ার প্রভাবশালী দেশ চীনের অবস্থান ৮৩তম। ইন্দোনেশিয়া ৮৮তম ও সৌদি আরবের অবস্থান ১০১তম।
1234



মন্তব্য চালু নেই