বয়স তো আর কম হলো না! এবার রাহুলকে বিয়ে দাও

ভারতের লোকসভা নির্বাচনে বিয়ে বিতর্ক বেশ জমে উঠেছে। মোদির বিয়ে নিয়ে এতদিন প্রতিপক্ষ বিজেপির উদ্দেশে প্রচুর বাক্যবাণ ছুড়েছে কংগ্রেস।এর মোক্ষম জবাব দিতেই যেন প্রথমবারের মত মুখ খুলেছে বিজেপির সহযোগী সংগঠন শিবসেনা। তারা কংগ্রেস নেতাদের উদ্দেশ্য করে বলেছে, অন্যের বিয়ে নিয়ে মাথা না ঘামিয়ে এবার রাহুল গান্ধীকে বিয়ে দিয়ে দাও। বয়স তো আর কম হলো না! রোববার শিবসেনার মুখপাত্র ‘সামানা’ প্রত্রিকায় প্রকাশিত সম্পাদকীয়তে মোদির বিয়ে নিয়ে বিরূপ মন্তব্য করায় কংগ্রেস নেতাদের সমালোচনা করে বলা হয়, মোদির বিয়ে নিয়ে যারা সমালোচনা করেন তারা বোকা। পত্রিকায় আরো বলা হয়, মোদির সমালোচনা বাদ দিয়ে তাদের কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে বিয়ে করানো উচিত।

উল্লেখ্য, গত বুধবার গুজরাট রাজ্যের ভাদোদারা আসন থেকে লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। তাতে তিনি স্ত্রীর নামের স্থানে লেখেন ‘যশোদাবেন’। অথচ আগের সব নির্বাচনে সে স্থানটি খালিই রাখতেন। সবাই জানতো মোদি চিরকুমার।

 



মন্তব্য চালু নেই