ব্লগার অনন্ত হত্যা : ৭ দিনের রিমান্ডে দুই সহোদর
সিলেটের সুবিদবাজারে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকান্ডে জড়িত সন্দেহে গ্রেফতার দুই সহোদরকে সাত দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি পুলিশ।
শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। পরে সিলেট মহানগর হাকিম আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চাইলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার রাত ৯টায় সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন সিআইডি কর্মকর্তা এবং অনন্ত বিজয় হত্যা মামলার তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল বাকী এই তথ্য জানিয়েছেন।
গ্রেফতার দুই সহোদর হচ্ছে- কানাইঘাটের পূর্ব পালজুর গ্রামের হাফিজ মইনুদ্দিনের পুত্র মান্নান ইয়াহিয়া ওরফে মান্নাম রাহী ও তার ভাই মোহাইমিন নোমান ওরফে এএএম নোমান।
এর আগে অনন্ত হত্যা মামলায় গত ৭ জুন সিলেটের স্থানীয় একটি দৈনিকের আলোকচিত্রী ইদ্রিছ আলীকে গ্রেফতার করে রিমান্ডে নেয় সিআইডি।
প্রসঙ্গত, গত ১২ মে নগরীর সুবিদবাজারে ব্লগার অনন্তকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর এর দায় স্বীকার করে আনসার উল্লাহ বাংলা টিম নামের একটি জঙ্গি সংগঠন টুইট করে।
মন্তব্য চালু নেই