ব্যাংকের ভুলে এক গ্রাহকের হাতে ৪৬ হাজার কোটি টাকা!

ভুল হতে পারে মানুষের। ছোটো-খাটো সবারই হয়, কিন্তু ভুল যদি হয় পাহাড় সমান তাহলে চোখ উঠে কপালে। এবার পাহাড়সম নয় শৃঙ্গ সমান ভুল করেছে জার্মানের একটি ব্যাংক।

সম্প্রতি জার্মানির ডাচ্ ব্যাংক এজি ভুল করে এক গ্রাহকের হাতে দিয়েছে ৬০০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৪৬ হাজার ৬৬৬ কোটি টাকা। মঙ্গলবার এ খবর দিয়েছে রয়টার্স।

ফাইন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত জুনে শৃঙ্গ সমান ভুলটি হয়েছে। এসময় ব্যাংকের বস ছুটিতে ছিলেন। তবে অর্থ হস্তান্তরের পরের দিন অবশ্য তা উদ্ধার করতে সক্ষম হয় ব্যাংক।

এজি ব্যাংক সংশ্লিষ্ট ২ কর্মকর্তার বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, বিষয়টি ঘটার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) ও ইউকে ফিন্যান্সিয়াল কর্তৃপক্ষের কাছে জানানো হয়। ব্যাংকের গ্রোস ফিগার তৈরির সময় ভুলটি ধরা পড়ে।

ওই দুই কর্মকর্তা জানান, ব্যাংকে সাধারণত ছোট মাপের ভুল হয়ে থাকে। তবে এবারের ভুল অনেক বড়, যা শুনলে চোখ কপালে উঠারই কথা। অবশ্য এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।



মন্তব্য চালু নেই