ব্যবসা বন্ধ হলে যুদ্ধ শুরু হবে : ট্রাম্পকে চীনা হুঁশিয়ারি

চীনের সর্ববৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা জায়ান্ট কোম্পানি আলিবাবার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ম্যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, ‘যদি ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়, তাহলে যুদ্ধ শুরু হবে।’

গত মাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এ চীনা বিজনেস টাইকুন। ওই সময় তিনি ঘোষণা দেন, তার কোম্পানি আলিবাবা যুক্তরাষ্ট্রে ১০ লাখ চাকরির ব্যবস্থা করতে সহায়তা করবে। জ্যাক ম্যা বলেন, ‘বিশ্বে বিশ্বায়ন প্রয়োজন, বাণিজ্যের প্রয়োজন।’

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আলিবাবার প্রধান কার্যালয় চালু উপলক্ষে মেলবোর্নে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাণিজ্য যুদ্ধের বিষয়ে সবাই উদ্বিগ্ন। যদি ব্যবসা বন্ধ হয়, তাহলে যুদ্ধ শুরু হবে।’ কিন্তু দুশ্চিন্তা সমস্যার সমাধান করে না।

আলিবাবার প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, একমাত্র ব্যবসা-বাণিজ্যই মানুষের সঙ্গে যোগাযোগে সহায়তা করে। আর এতে যারা জড়িয়ে পড়েছে; তাদের কাছে এটি প্রমাণিত। তিনি বলেন, আমাদের ন্যায় স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক বাণিজ্য থাকা উচিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের এক মাস পর জ্যাক ম্যা বলেন, নতুন নেতৃত্বের জন্য বিশ্ব একটি দারুণ সময়ে রয়েছে।

বিজনেস ইনসাইডার অস্ট্রেলিয়া এক প্রতিবেদনে বলছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর পরই প্রথম নির্বাহী আদেশে ১১ দেশের ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন ডোনাল্ড ট্রাম্প। টিপিপিভূক্ত ১১ দেশের মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড রয়েছে।

চীনা বিজনেস টাইকুন জ্যাক ম্যা টিপিপি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়ে বলেন, এটি আমাদের দেশের জন্য বড় ধরনের বিপর্যয়। তিনি বলেন, ‘তার কোম্পানি বিশ্বাস করে, বিশ্বায়নই ভবিষ্যৎ। বিশ্বে বিশ্বায়ন প্রয়োজন, বাণিজ্য প্রয়োজন। বাণিজ্য হচ্ছে আস্থা এবং সাংস্কৃতিক বিনিময়ের বিষয়।’

আলিবাবার এই নির্বাহী কর্মকর্তা বলেন, আমাদের দৃঢ়ভাবে প্রমাণ করতে হবে যে, একমাত্র ব্যবসাই মানুষকে যোগাযোগে সাহায্য করে।

সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট।



মন্তব্য চালু নেই