বোমা মেরে সেই স্টেডিয়ামটি ধ্বংস করা হয়েছে!
প্রাণ হারাল একটি স্টেডিয়াম! অলিম্পিকের আসর বসত এখানে। বেশ কয়েকদিন সময় নিয়ে এই স্টেডিয়ামটি গুঁড়িয়ে দেয়া হয়।
ক্রিকেট স্টেডিয়ামের দিকে তীর্যক দৃষ্টি পাকিস্তানের জঙ্গিদের। ক্রিকেটারদের উপর জঙ্গি হামলার উদাহরণ রয়েছে সে দেশে। তবে এবার ইরাকে যে ঘটনাটি ঘটল সেটি খুবই ভয়াবহ।
নিজেদের ইসলামি সংগঠন বলে দাবি করে আসা ইসলামিক স্টেট (আইএস) গুঁড়িয়ে দিয়েছে ইরাকের একটি অলিম্পিক স্টেডিয়াম।
পুন:পুন বোমা বিস্ফোরণের মাধ্যমে এই স্টেডিয়ামটি ধ্বংস করা হয় বলে ভাষ্য অনলাইন আরব নিউজ পেপার ‘ইলাফের’। পত্রিকাটি জানায়, রিমোট কন্টোল বোমা ব্যবহার করে এই স্টেডিয়ামটি ধ্বংস করা হয়।
মন্তব্য চালু নেই