মিরসরাইয়ে হেলিকপ্টারের জরুরি অবতরণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার সাড়ে তিনটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের কৃষি জমিতে হেলিকপ্টারটি জুরুরী অবতরণ করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদ সুমন, জোরারগঞ্জ থানার ওসি রিয়াদ মাহমুদ, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা দ্রুত ছুটে যান। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু হয়।

বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার ফরহাদ হোসেন মাহমুদ বলেন, ৪১১ নম্বর হেলিকপ্টারটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। মিরসরাইয়ের দুর্গাপুর এলে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যায়। ভেতরে পাইলট , কো-পাইলট এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিল। কারো কোন ক্ষতি হয়নি। পরে উদ্ধারকারী বেল হেলিকপ্টারে ১২জনের বিমান বাহিনীর একটি টিম স্থানীয়দের নিয়ে উদ্ধার তৎপরাতা শুরু করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদ সুমন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেলিকপ্টারটি উদ্ধার করা হয়। পরে গন্তব্যস্থলের উদ্দেশ্যে উড্ডয়ন করে হেলিকপ্টারটি।



মন্তব্য চালু নেই