বোমাহামলায় শোচনীয় রূপ নিয়েছে জিনজিয়াং

চীনের জিনজিয়াং প্রদেশে নতুন করে সৃষ্ট হয়েছে অস্থিরতা। গত সপ্তাহের রোববারে আভ্যন্তরীণ বোমাহামলার ঘটনায় মৃতের সংখ্যা অর্ধশত বলে প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। চীনা পুলিশ এটিকে সন্ত্রাসী আক্রমণ বলে অভিহিত করেছে।

জিনজিয়াং প্রদেশের লুন্তাই কাউন্টিতে এ হামলার ঘটনা যেদিন ঘটে, সেদিন রাষ্ট্রীয় গণমাধ্যমে নিহতের সংখ্যা মাত্র ২ বলে প্রকাশ করা হয়েছিল। বৃহস্পতিবারে যা ৪০ এ উন্নীত হয়। অবশেষে শুক্রবার প্রকাশিত মৃত ৫০।

রোববার জিনজিয়াংভিত্তিক সরকারী গণমাধ্যম তিয়ানশান জানায়, ২১ সেপ্টেম্বর রোববার স্থানীয় সময় বিকেল ৫:০০টায় দুইটি পুলিশ স্টেশন, একটি আউটডোর মার্কেট ও একটি বিপনী বিতানের প্রবেশ পথে একসঙ্গে ভয়াবহ বোমা বিস্ফোরিত হয়।

জিনজিয়াং-এ তুর্কি বংশোদ্ভূত উইঘুর মুসলিম সম্প্রদায়ের বাস শতরায় ৪৫ শতাংশ। চলমান অস্থিরতার পেছনে সরকারি গণমাধ্যমগগুলো সন্দেহের তীর বারবার উইঘুর মুসলমানদের দিকে ছুড়ে দিচ্ছে।



মন্তব্য চালু নেই