বুর্জ খলিফার আঁতশবাজি সরাসরি সম্প্রচার করছে টুইটার

নতুন বছর বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা। বিশ্বের সর্বোচ্চ টাওয়ারের আঁতশবাজির প্রদর্শনী দেখতে শত শত মানুষ জড়ো হচ্ছেন দুবাইয়ের বুর্জ খলিফার আশপাশে।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীকে বুর্জ খলিফার আঁতশবাজি সরাসরি দেখাতে প্রথমবারের মতো ব্যবস্থা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার।

বুর্জ খলিফার নির্মাতা প্রতিষ্ঠান ইমমার প্রপার্টিস বলছে, দুবাইয়ে নতুন বছরের সন্ধ্যায় আঁতশবাজি প্রদর্শনী সরাসরি সম্প্রচারে টুইটারের সঙ্গে চুক্তি করেছে তারা।

মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা (এমইএনএ) ভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান ইমমার সঙ্গে এই প্রথম সরাসরি সম্প্রচারের চুক্তি হয়েছে টুইটারের। এক বিবৃতিতে রিয়েল স্টেট কোম্পানি এ তথ্য জানিয়েছে।

নতুন বছরের সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাই থেকে সরাসরি সম্প্রচারে যাবে টুইটার। দুবাইয়ের কেন্দ্রের অন্তত ৫০০ একর জায়গায় আঁতশবাজির প্রদর্শনী হবে। শহরের বিভিন্ন স্থান থেকে এ আঁতশবাজি দেখা যাবে।



মন্তব্য চালু নেই