বিহার বন্ধের দিনে লালুপ্রসাদ যাদব গ্রেপ্তার

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রীয় জনতা দলের প্রেসিডেন্ট লালুপ্রাসদ যাদবকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গোটা বিহারে একদিনের বন্ধ বা ধর্মঘট চলাকালে পাটনা থেকে কয়েকজন সঙ্গীসহ তাকে আটক করা হয় বলে এনডিটিভি জানিয়েছে।

পাটনা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বিকাশ বৈভব জানিয়েছেন, জোর করে বন্ধের পক্ষে প্রচারণা চালানো সময় তাকে এবং তার কয়েকজন সমর্থককে আটক করা হয়েছে। আটকের পর তাকে পাটানার বিহার মিলিটারি পুলিশের জেলে রাখা হয়েছে। লালুপ্রসাদের বিরুদ্ধে দাঙ্গা ও বেআইনিভাবে সমাবেশ করাসহ বেশ কিছু অভিযোগ এনে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

সোমবার বন্ধের কারণে বিহারের জনগেণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। রেলসহ বিভিন্ন যান চলাচলও ব্যাহত হয়েছে। মোদি সরকারের পতনের দাবিতে গোটা রাজ্য জুড়ে এই হরতাল ডেকেছিল লালুপ্রসাদের দল।



মন্তব্য চালু নেই