বিহারে ঘুর্ণিঝড়ে ৩২ জনের মৃত্যু

বিহারের তিন জেলায় মঙ্গলবার ঘুর্ণিঝড়ের আঘাতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৮০ জন । ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ কিলোমিটার।

বিহারের পুর্নিয়া, মধ্যপুরা, সাহার্সা, মধুবনি, সামাস্তিপুর এবং দ্বারভাঙা ওই ঘূর্ণিঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অনেক ঘরবাড়ি ভেঙে গেছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এছাড়া প্রচুর শষ্যও নষ্ট হয়েছে। এ ঘটনার উল্লেখ করে মুখ্যমন্ত্রী নিতীশ কুমার বলেন, তিনি ব্যক্তিগতভাবে ঘূর্ণিঝড়ে আক্রান্ত ওই দুটি জেলার জন্য অর্থ সংগ্রহ করবেন।

lরাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবে তার সরকার। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে নিহতদের স্বজনদের জন্য চার লাখ রুপি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।



মন্তব্য চালু নেই