বিশ্ব নগ্ন দিবসে লারার নগ্নতা!
পাশ্চাত্য দুনিয়ায় ব্যবসার খাতিরে বিশেষ দিবস তৈরি করা হয়। আর সেসব দিবসে ব্যবসাও হয় কোটি কোটি ডলারের। এছাড়া বিভিন্ন ধরণের অ্যাক্টিভিস্টরাও বিভিন্ন নিজেদের মতো করে প্রতি বছর বিশেষ দিবস পালন করে থাকেন।
কিন্তু ইউরোপ-আমেরিকায় ব্যতিক্রমী কিছু দিবস পালন করা হয়। সেগুলোর মধ্যে আছে ‘কিস ডে’, ‘হাগ ডে’, ‘চকোলেট ডে’, নাট ডে, ব্রা লেস ডে, নো প্যান্টি ডে ইত্যাদি। এবার শোনা গেছে নুড ডে বা নগ্ন দিবসও পালন করা হয়েছে।
গত ১৪ জুলাই ছিল বিশ্ব নগ্ন দিবস। গ্রীষ্মে শীতলতা আনার জন্য নাকি এ দিবস পালন করা হয়। বেশকিছু উদারপন্থী গোষ্ঠী দিবসটি গুরুত্ব দিয়ে পালন করে। পশ্চিমা দেশগুলিতেই এ দিবস পালন করা হয়।
তবে এ বছর ‘বিশ্ব নগ্ন দিবসে’ অস্ট্রেলিয়ার বিখ্যাত মডেল লারা বিঙ্গেল তার নগ্ন উর্ধাঙ্গের ছবি ইন্টারনেটে পোস্ট করে হইচই ফেলে দিয়েছেন। ছবিটি নিয়ে অস্ট্রেলিয়াজুড়ে বিতর্কও দানা বেঁধেছে।
তবে লারার বক্তব্য হলো- ‘নগ্নতা মানেই অশালীনতা নয়, তাই অকারণে একটা ছোট বিষয় নিয়ে ঝামেলা করার কোনো মানে হয় না।’
মন্তব্য চালু নেই