বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর

রাশিদুল ইসলাম জুয়েল, সিঙ্গাপুর থেকে: বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মহর সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি। আর সবচেয়ে কম ব্যয়ের শহর জাম্বিয়ার রাজধানী লুসাকা।

ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের গবেষণা ইউনিট ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

ইআইইউর তালিকায় ব্যয়বহুলতার দিক থেকে দ্বিতীয় অবস্থানে জার্মানির জুরিখ। এরপর হংকং তৃতীয়, জেনেভা চতুর্থ, প্যারিস পঞ্চম, লন্ডন ষষ্ঠ ও নিউইয়র্ক সপ্তম অবস্থানে রয়েছে।

ইআইইউর বিবেচনায় বিশ্বের সবচেয়ে কম ব্যয় হয় জাম্বিয়ার রাজধানী লুসাকাতে। এরপর দ্বিতীয় ও তৃতীয় কম ব্যবহুল শহর হলো যথাক্রমে ভারতের বেঙ্গালুরু ও মুম্বাই।

মোট ১৩৩টি শহরের ভোগ্যপণ্যের দাম এবং মার্কিন ডলারের বিপরীতে অন্য দেশগুলোর মুদ্রার বিনিময় হারের হ্রাস-বৃদ্ধি বিবেচনায় নিয়ে এ তালিকা করেছে ইআইইউ। আর জীবনযাত্রার ক্ষেত্রে নিউইয়র্ক সিটিতে খরচের হারের সঙ্গে অন্য শহরগুলোর খরচের তুলনা করা হয়েছে।



মন্তব্য চালু নেই