বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হংকং

বিদেশি নাগরিকদের বসবাসের জন্য পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় নিজের স্থান করে নিয়েছে হংকং। খবর বিবিসি।

খবরে বলা হয়, আফ্রিকার দেশ এঙ্গোলার রাজধানী লুয়ান্ডা আগের কয়েক বছর ধরেই তালিকার শীর্ষে ছিল। কিন্তু মুদ্রার মান কমে যাওয়ায় এবার শহরটি দ্বিতীয় স্থানে নেমে আসলে হংকং মুকুট জয় করে নেয়।

এদিকে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ এবং চতুর্থ স্থানে আছে সিংগাপুর। এ ছাড়া পঞ্চম অবস্থানে আছে জাপানের রাজধানী টোকিও।

নিউইয়র্ক-ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান মার্সার এই তালিকা প্রকাশ করেছে। পৃথিবীর বিভিন্ন শহরে যেসব বিদেশি প্রতিষ্ঠান কাজ করছে তাদের কর্মীদের বেতন-ভাতা নির্ধারণের জন্য এই সূচক সাহায্য করে।

এ সূচক প্রকাশ করা হয় শহরের জীবনযাত্রার ব্যয়ের ওপর ভিত্তি করে। যেমন – আবাসন, যাতায়াত, খাদ্য, পোশাক এবং বিনোদন।

যেমন হংকং শহরে তিন কক্ষ বিশিষ্ট একটি এপার্টমেন্টের বাৎসরিক ভাড়া ১২ হাজার ডলারের বেশি। এক কাপ কফির দাম সেখানে প্রায় আট ডলার।

এ ছাড়া একটি জিন্স প্যান্ট কিনতে হংকং-এ খরচ করতে হয় ১২৮ ডলার।

মার্সার বলছে পৃথিবীর বিভিন্ন দেশে অর্থনৈতিক অস্থিরতা এবং কোথাও কোথাও চমকপ্রদ অর্থনৈতিক সাফল্য এই সূচককে প্রভাবিত করেছে।

এই তালিকা অনুযায়ী বিদেশিদের জন্য পৃথিবীর সবচেয়ে কম ব্যয়বহুল শহর হচ্ছে আফ্রিকার দেশ নামিবিয়ার রাজধানী উইন্ডহোয়েক। বিদেশিদের জন্য ব্যয়বহুল শহরের তালিকায় লন্ডনের অবস্থান ১৭তম।

চলতি বছরের শুরুতে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের এক জরিপে সিংগাপুরকে সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে উল্লেখ করা হয়েছে।



মন্তব্য চালু নেই