বিশ্বনাথে মাছ খেতে এসে খাঁচায় বন্দি হল মেছো বাঘ!
সিলেটের বিশ্বনাথে ফাঁদ পেতে একটি মেছো বাঘ আটক করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দশঘর ইউনিয়নের নিহালের নোয়াগাঁও গ্রামের নূর ইসলামের মৎস্য খামারে মাছ খেতে এসে বন্দি হয়েছে মেছ বাঘটি। মৎস্য খামারে ফাঁদ পেতে এই মেছ বাঘটি আটক করা হয়।
বাঘ আটকের খবর পেয়ে বাঘটি এক নজর দেখতে শুক্রবার সকালে এলাকার মানুষ ওই বাড়িতে ভীড় করেন। বাঘটি প্রায় দুই ফুট লম্বা ও ১ ফুট উচ্চতা হবে। শুক্রবার সন্ধ্যায় সিলেট মৌলভীবাজার ফরেষ্ট বিভাগের কর্মকর্তাদের কাছে আটক বাঘ কে হস্তাস্তর করা হবে বলে জানা গেছে।
বাঘটি আটকের সত্যতা স্বীকার করে নেহালের নোয়াগাঁও গ্রামের মো. কাওছার আহমদ বলেন, এর আগে আরও দুটি বাঘ এ মৎস্য খামার থেকে আটক করা হয়।
তিনি খামার মালিক নূর ইসলাম বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার রাতে তার মৎস্য খামারে পাতানো ফাঁদে মেছ বাঘটি আটক হয়।
মন্তব্য চালু নেই