বিশ্বজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ‘বর্ধিত সন্ত্রাসী হামলার হুমকি’ উল্লেখ করে মার্কিন নাগরিকদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে। বিবিসি অনলাইনসহ আন্তর্জাতিক প্রায় সবগুলো গণমাধ্যমে এই বিবৃতি প্রকাশিত হয়েছে।

দেশটির পররাষ্ট্র দপ্তরের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই সতর্কতা বলবত থাকবে। বর্তমান তথ্যে জানা যাচ্ছে ইসলামিক স্টেট গোষ্ঠি, আল কায়েদা, বোকো হারাম এবং অন্যান্য গোষ্ঠিসহ বেশ কয়েকটি অঞ্চলে সন্ত্রাসী হামলার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে।

গতমাসেই ফ্রান্স, মালি এবং আরো কয়েকটি দেশে মারাত্মক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।



মন্তব্য চালু নেই