মন্ত্রীর প্রতি শিক্ষার্থীরা

বিরতিহীন পরীক্ষা নয়, বক্তব্য প্রত্যাহার করুন

পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিরতি ছাড়া পরীক্ষা নেয়ার যে ঘোষণা দিয়েছেন তা প্রত্যাহারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের দায় শিক্ষামন্ত্রণালয়কে নিয়ে এর সুষ্ঠু তদন্ত করতে হবে। এর জন্য আমাদের বিরতিহীন পরীক্ষা নেয়া যাবে না। শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়বে তা মানা যায় না। এর জন্য যথার্থ শিক্ষানীতি বাস্তবায়ন করতে হবে। শিক্ষা নিয়ে দুর্নীতি চলবে না।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘বিরতিহীন পরীক্ষা নিয়ে প্রশ্নপত্র ফাঁস রোধ করা যাবে না। এর জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিচার করতে হবে।’

পর পর পরীক্ষা প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, ‘সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা দেয়ার পর ওই দিনই আরেকটি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া যায় না।’

এসময়, ১৫ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের দাবি মানা না হলে সংহতি সমাবেশ করা হবে বলে মানবন্ধনে ঘোষণা দেয়া হয়।

মানববন্ধনে ঢাকা কলেজের শিক্ষার্থী আমিনুল ইসলাম শান্ত, ঢাকা সিটি কলেজের রেসাত আমিন প্রিয়া, ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজের মহিউদ্দিন আহমেদ জয়, সেন্ট্রাল ওইমেনস কলেজের ফাহমিদা তারান্নুম আবিদা, ন্যাশনাল ব্যাংক কলেজের আফসানা চৌধুরী, মতিঝিল আইডিয়াল কলেজের সুমাইয়া তিথিসহ ঢাকার ৩১টি কলেজের তিন থেকে সাড়ে তিনশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই