শপথ নিলেন নারায়ণগঞ্জের সেলিম ওসমান

প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সদস্য একেএম সেলিম ওসমান। ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর তার আসনে উপ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন সেলিম।

মঙ্গলবার জাতীয় সংসদে সেলিম ওসমানকে শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ, জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার, ইকবালুর রহিম, জাপা মহাসচিব জিয়া উদ্দীন আহমেদ বাবলু, জাপার সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, শওকত চৌধুরী প্রমুখ।

জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

গত ৩০ এপ্রিল নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য নাসিম ওসমান মারা যান। শূন্য হওয়া সে আসনে গত ২৬ জুন উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রতিন্দ্বন্দ্বিতা করেন নাসিম ওসমানের ছোট ভাই সেলিম ওসমান। তিনি ৮২ হাজার ৮৫৬ ভোট পেয়ে বিজয়ী হন।

সেলিমের নিকটতম প্রতিন্দ্বন্দ্বী ছিলেন নাগরিক পরিষদ মনোনীত স্বতন্ত্র প্রার্থী এসএম আকরাম। তিনি সেলিমের চেয়ে ১৬ হাজার ৭৪২ ভোট কম পান। এ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কোনো প্রার্থীতা দেয়নি।



মন্তব্য চালু নেই