জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে।

রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘শাপলা’ হলে মঙ্গলবার সকাল ১০টায় এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথি, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

উদ্বোধনী অধিবেশনে প্রথমে ভাষণ দেবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। এরপর পর্যায়ক্রমে জেলাপ্রশাসক, বিভাগীয় কমিশনারদের পক্ষ থেকে বক্তব্য, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বক্তব্য এবং সর্বশেষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডিসি সম্মেলনে সর্বমোট ২৪টি অধিবেশন হবে। প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা এবং ৫টি কার্য অধিবেশনসহ মোট ৭টি অধিবেশন।

দ্বিতীয় দিনে বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডিসিদের সাক্ষাৎ এবং কার্য অধিবেশন ৮টি। তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনে কার্য অধিবেশন ৭টি এবং সমাপ্তি অধিবেশন।



মন্তব্য চালু নেই