বিচারকের প্রশ্নঃ ধর্ষণের সময় আপনি কেন পা দুটো চেপে রাখেননি?’

কানাডার একটি আদালতে ধর্ষণ মামলা চলাকালে অভিযোগকারী তরুণীর কাছে বিচারক জানতে চেয়েছেন, ধর্ষণের আগে কেন সে তার পা দুটি চেপে রাখেনি। এতে হয়তো হামলাকারী তাকে ধর্ষণে ব্যর্থ হতো। গত সপ্তাহে আলবার্টা অঙ্গরাজ্যে বিচারক রবিন ক্যাম্পের আদালতে এ ঘটনা ঘটে।

২০১৪ সালে আলবার্টার ক্যালগারি শহরে বাড়িতে পার্টি চলাকালে ১৯ বছরের এক গৃহহীন তরুণীকে ডেকে এনে ধর্ষণ করে এক ব্যক্তি। এ ঘটনায় পরবর্তী সময়ে ওই তরুণী মামলা করেন।

গত সপ্তাহে মামলার শুনানি চলাকালে বিচারক রবিন ক্যাম্প ওই তরুণীকে প্রশ্ন করেন, ‘আপনি কেন পা দুটো জোড়া করে রাখেননি?’

বিচারক বলেন, এমনটা করলে হয়তো ওই অভিযুক্ত পুরুষটি তাকে ধর্ষণ করতে পারত না।

ধর্ষণের সময় হামলাকারী আঘাত করেছিল- তরুণীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারক বলেন, ‘কখনো কখনো যৌনতা ও যন্ত্রণা একসঙ্গে হয়, যা একেবারে খারাপ না।’

বিচারক রবিন ক্যাম্পের এই মন্তব্যে আদালতসংশ্লিষ্টরা রীতিমতো স্তম্ভিত হয়ে যান। ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বাধ্য হন তিনি। কানাডার ফেডারেল আদালত এক বিবৃতিতে জানিয়েছেন, শিগগিরই রবিন ক্যাম্পকে স্পর্শকাতরতা-বিষয়ক প্রশিক্ষণে পাঠানো হবে।



মন্তব্য চালু নেই