‘বিএনপির বেতনভুক্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে’ বিএনপির বেতনভুক্ত বা পেইড সংগঠন বলে আখ্যায়িত করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
সংগঠনটির তীব্র সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, ‘অ্যামনেস্টি একটি বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। ওই সংস্থার কিছু ব্যক্তি সরকারকে উপদেশ দিচ্ছে, কিন্তু বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কোনো কথা বলছে না।
এতেই তাদের উদ্দেশ্য ও বিধেয় প্রকাশ পেয়েছে।’ সংগঠনটি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ তোলেন কামরুল ইসলাম।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
দলটির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আখতারুজ্জামান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম ও মুফতি শহিদুল্লাহ প্রমুখ।
রাজনীতির নামে জ্বালাও, পোড়াও, নৈরাজ্যের সৃষ্টি ও বিশ্ব ইজতেমাকে পিকনিকের সঙ্গে তুলনা করার প্রতিবাদে এ আলোচনা সভার আয়োজন করে দলটি।
বিএনপির সঙ্গে আলোচনা নাকচ করে দিয়ে মন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে যারা মানুষ পুড়িয়ে হত্যা করছে, তাদের সঙ্গে কোনো আলোচনাই হতে পারে না।’ তিনি বিএনপিকে সন্ত্রাস বন্ধের আহ্বান জানান।
বাসে-গাড়িতে আগুন-পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদ জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, পশু ছাড়া এত নির্মম কাজ আর কেউ করতে পারে না। বিএনপি ধ্বংসাত্মক কর্মকান্ডের মাধ্যমে নিজেদেরকেই ধ্বংস করছে।
বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপিতে অনেক শুভবুদ্ধির নেতা আছেন। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও জামায়াত যেসব কর্মকান্ড চালাচ্ছে, এ জন্য বিএনপিকে পরিত্যাগ করুন।’
মন্তব্য চালু নেই