বিএনপির প্রচারণায় পুলিশের লাঠিচার্জ, আহত ১০
শেরপুর পৌরসভা নির্বাচনে ধানের শীষের প্রচারণায় পুলিশ লাঠিচার্জ করেছে। এতে ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার সন্ধা ৭টার দিকে শেরপুর থানার সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সালমান, সোহাগ, রতন, রুবেল, সুমন, রাব্বী, পারভেজ, সাইফুল, জনি ও অজ্ঞাত এক জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষ চিকিৎসা দেয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, শেরপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র স্বাধীন কুমার কুণ্ডুর সমর্থনে ছাত্রদলের নেতাকর্মীরা শনিবার সন্ধ্যায় প্রচারণা করছিলেন। পৌর এলাকার গোসাইপাড়া থেকে দত্তপাড়ায় যাওয়ার পথে থানার সামনে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ শুরু করে। এ সময় লাঠির আঘাতে ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান আলী জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করায় পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
শেরপুর পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী স্বাধীন কুমার কুণ্ডু ও শেরপুর পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান রাফু অভিযোগ করেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর লোকজন প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করলেও পুলিশ তাদের বাধা দেয় না। অথচ ধানের শীষের প্রচারণায় পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে।
মন্তব্য চালু নেই