বিএনপির নির্বাচন বর্জনে হতাশ ব্রিটিশ হাইকমিশনার
ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে মাঝপথে বিএনপির সরে দাঁড়ানোর ঘটনায় দু:খ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বিএনপির এই সিদ্ধান্তের ফলে ঢাকা ও চট্টগ্রামে আজ বা আগামী কয়েকদিন সহিংসতা বা বাধা-বিঘ্ন সৃষ্টিকারী কোন ঘটনা ঘটবে না। সিটি করপোরেশন নির্বাচন শেষে ব্রিটিশ হাইকমিশনার এ মন্তব্য করেন।
ব্রিটিশ হাইকমিশনার আরো বলেন, সব রাজনৈতিক দলের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আজকের ঘটনায় প্রতিক্রিয়া দেখানো উচিত। অনিয়মের সব অভিযোগ দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত হওয়া জরুরী।
তিনি বলেন, সব ভোটারের গণতান্ত্রিক অধিকার হিসেবে শান্তিপূর্ন পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করতে সব রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং আইন শৃংখলা বাহিনীসমূহের দায়িত্ব। যারা নির্বাচনে জিতবেন তাদের স্ব স্ব শহরের অধিবাসীদের প্রয়োজন এবং ইচ্ছা অনুযায়ী তাদের সেবা প্রদানের দিকে লক্ষ্য রাখা উচিত।
মন্তব্য চালু নেই