বাড়িতে অফিসের কাজ বেআইনি

একজন কর্মীর অফিসের কর্মঘণ্টা শেষ। তিনি এসেছেন বাড়িতে। একটু আরাম করবেন। কিন্তু তা পারছেন না। বাড়িতেও অফিসের কাজে ব্যস্ত তিনি। অফিস থেকে ইমেইলের মাধ্যমে বাড়িতেও অফিসের কাজে ব্যস্ত থাকতে হচ্ছে তাকে। তবে এ কাজ আর না, এ ধরনের কাজকে বেআইনি করছে ফ্রান্সের নতুন শ্রম আইন। খবর : ইন্ডিপেন্ডেন্ট’র।

‘রাইট টু ডিসকানেক্ট’ নামের নতুন এই আইন পাস করার কথা ভাবছে দেশটি।

ন্যূনতম ৫০ জন কর্মী রয়েছেন- এমন প্রতিষ্ঠান কর্মঘণ্টা শেষ হওয়ার পর কোনো কর্মীকে ফোন বা ই-মেইল করতে পারবে না বলে ফ্রান্সের নতুন শ্রম আইনে উল্লেখ করা হয়েছে।

ফ্রান্সে বেশ কয়েকটি জরিপ চালানোর পর এ আইন পাসের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।



মন্তব্য চালু নেই