বাসে টিআইবির দুর্নীতিবিরোধী প্রচারণা

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ২০ বছর ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি রোধের এক প্রচারণায় ভিন্নধর্মী কর্মসূচি পালন করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই শ্লোগান তুলে ধরে রাজধানীর একাধিক রুটে ৬টি বাসের গায়ে টিআইবি’র উদ্যোগে দুর্নীতিবিরোধী প্রচারণা চালানো হচ্ছে।

টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (আউটরিচ এন্ড কমিউনিকেশন) মো. জাহিদুল ইসলাম পরিবর্তন ডটকমকে বলেন, ‘৬টি বাসের গায়ে দুর্নীতিবিরোধী শ্লোগান ও কার্টুন প্রদর্শনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালাচ্ছে টিআইবি। বর্তমানে গাজীপুর শিববাড়ি থেকে ঢাকার আজিমপুর রুটে চলা ভিআইপি সার্ভিসের ৩টি এবং মিরপুর থেকে মতিঝিল রুটে চলা আয়াত পরিবহনের ৩টি বাসের মাধ্যমে দুর্নীতিবিরোধী প্রচারণা চলছে। আপাতত: আগামী তিন মাস এই সচেতনতামূলক প্রচারণা চলবে বলে জানান মো. জাহিদুল ইসলাম।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে ১৯৯৬ সাল থেকে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।



মন্তব্য চালু নেই