বারাণসীতে প্রচারে যেতে রাজি হলেন প্রিয়াঙ্কা

আমেথিতে নরেন্দ্র মোদীর জ্বালাময়ী জনসভার কয়েক ঘণ্টার মধ্যেই বারাণসী কেন্দ্রে প্রচারে যেতে রাজি হয়েছেন রাজীব গান্ধী তনয়া প্রিয়াঙ্কা। কংগ্রেস সূত্র জানিয়েছে, ১২ মের আগে যে কোনো দিন বারাণসীতে প্রচারে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তবে এখনো সূচি নির্ধারণ হয়নি।

সোনিয়া ও রাহুলের কেন্দ্র ছাড়া প্রচার করবেন না বলে আগেই জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই মতো রায়বেরিলি ও আমেথিতে তাকে বেশ কয়েকবার দেখাও গেছে। কিন্তু রাহুলের নির্বাচনী প্রচার নিয়ে নরেন্দ্র মোদীর আক্রমণের শিকার হন প্রিয়াঙ্কা। এরপরই জরুরি বৈঠকে বসে পারিবারিক খোলস ছেড়ে বেরুনোর ব্যাপারে প্রিয়াঙ্কাকে রাজি করানো হয়।

১২ মে নবম তথা শেষ দফার নির্বাচনের দিন বারাণসীতে ভোটগ্রহণ। তার আগে সেখানে প্রিয়াঙ্কা প্রচারে এলে বিজেপি চাপে পড়বে বলে মনে করছেন কংগ্রেসের প্রবীণরা।

এই কেন্দ্র থেকে ভোটে লড়ছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। মোদীর গদি উল্টে দিতে সেখানে প্রার্থী হয়েছেন আমআদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। অন্যদিকে, কংগ্রেসের প্রার্থী হয়েছেন বারাণসীর ভূমিপুত্র অজয় রায়।



মন্তব্য চালু নেই