কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন, যাদের ডাকাত বলে দাবি করেছে পুলিশ।
এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে রামু থানার ওসি সাইকুল ইসলাম জানিয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
ওসি সাইকুল বলেন, সোমবার ভোরে রামুর থোয়াইগ্যাকাটা এলাকায় এ ঘটনার পর অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।
নিহতরা হলেন- রামুর দরিয়ারদিঘীর মণ্ডলপাড়ার মৃত আবুল কালামের ছেলে আনোয়ার হোসেন ও একই এলাকার আব্দুস সোবহানের ছেলে খলিলুর রহমান।
ওসি সাইকুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ভোরে পুলিশ রামুর থোয়াইগ্যাকাটার পাহাড়ি এলাকায় অবস্থায় নেয়। ডাকাতরা উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।
“ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর ডাকাতরা পিছু হটলে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। পরে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কালাম ও খলিল মারা যায়।”
মো. বশির নামে গুলিবিদ্ধ একজন এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
আহত চার পুলিশকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই