বানরের বেকহ্যাম স্টাইল !
চীনের চিড়িয়াখানায় অনেক দিন থেকেই আছে বানরটি। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই সেলিব্রেটি হয়ে উঠেছে মনুষ্য প্রজাতির কাছাকাছি এ স্তন্যপায়ীটি।
ব্যাপারটা আর কিছুই নয়: বানরটি দেখতে নাকি ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের মতো। অবশ্য তার মতো চেহারা এটা বলা যাবে না বরং এটির মাথার চুলের স্টাইল হুবহু বেকহ্যামের মতো!
ওই চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক এই বিষয়টি আবিষ্কারের পর এর নামও রেখেছেন বেকহ্যামের মেয়ের নামে।
ছয় মাস বয়সী ওই বানরটিকে তার মা ছেড়ে যাওয়ার পর এর দেখাশুনা করছেন চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক।
বেকহ্যামের মেয়ের নাম হারপার সেভেন। তার সাথে মিল লেখেই এই নারী বানরটির নাম রাখা হয়েছে ‘সিয়াও কি’, চীনা ভাষায় যার অর্থ ‘ছোট্ট সপ্তম’।
পর্যটকরা এখন চীনের ওই নানজিং হংশান ফরেস্ট জু’তে হুমড়ি খেয়ে পড়ছেন।
মন্তব্য চালু নেই