বাঘের মত এক সন্তানই যথেষ্ট: উদ্ধব ঠাকরে

সম্প্রতি হিন্দু জাতীয়তাবাদী নেতারা হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য অধিক সন্তান নেয়ার যে ফর্মুলা বাতলেছেন তাতে দ্বিমত প্রকাশ করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। শুক্রবার এক বিবৃতিতে তনি বলেছেন,‘ হিন্দুদের সংখ্যা বৃদ্ধির জন্য ভেড়ার মত একপাল সন্তান-সন্ততি জন্ম দেয়ার দরকার নেই। একজন সন্তানই যথেষ্ট, যদি সে হয় বাঘের মত বলবান।’

শিবসেনার প্রয়াত নেতা এবং নিজ পিতা ব্যাল থ্যাকারের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ কথা বলেছেন ওই শিবসেনা নেতা। তিনি বহু সন্তানের পক্ষে থাকা নেতাদের উদ্দেশ্য করে বলেন,‘কেবল সংখ্যায় বেশি হওয়ায় কোনো ফায়দা নেই। তাছাড়া একজন হিন্দুর ঘরে ১০ ছেলেমেয়ে হলে তাদের ভরন-পোষনের ভার কে নেবে? এর চেয়ে বাঘের মত একজন সন্তানই যথেষ্ট। ভেড়ার মত একপাল বাচ্চাকাচ্চার কোনো দরকার নেই।’

এর আগে বিজেপির পার্লামেন্ট সদস্য সাক্ষী মহারাজ হিন্দু নারীদের একাধিক সন্তান নেয়ার আহ্বান জানিয়েছিলেন। চলতি মাসের গোড়ার দিকে উত্তর প্রদেশে এক ধর্মীয় সমাবেশে তিনি বলেছিলেন,‘‘আমি হিন্দু নারীদের আহ্বান জানাচ্ছি, তারা যেন কমপক্ষে চার জন শিশুর জন্ম দেন। তার মধ্যে একটি সাধু এবং সন্যাসীদের দিয়ে দিন। বাকিদের সশস্ত্র বাহিনীতে পাঠিয়ে দিবেন।’ এই বক্তব্যের কারণে তিনি তখন ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। পরে নিজের ওই বক্তব্য থেকে সরে আসেন সাক্ষী মহারাজ।

এর আগে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশপ্রেমী বলে আখ্যা দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সাক্ষী মহারাজ । পরে বিরোধীদের প্রবল চাপের মুখে পার্লামেন্টে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি।



মন্তব্য চালু নেই