বাগদাদে ট্রাক বোমা হামলায় নিহত ৬০

ইরাকের রাজধানী বাগদাদে ট্রাক বোমা হামলায় নিহত হয়েছে ৬০ জন। এ ঘটনায় আহত হয়েছে দুই শতাধিক লোক। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার আলজাজিরা অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে।

বাগদাদের অদূরে শিয়া অধ্যুসিত জেলা সদর সিটির জনবহুল একটি সবজি বাজারে বৃহস্পতিবার সকালে এই হামলা চালানো হয়। শক্তিশালী এই হামলায় বাজারের দোকানপাট বিধ্বস্ত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

স্থানীয়রা জানিয়েছেন, এক ব্যক্তি ট্রাক নিয়ে বাজারের মধ্যে ঢুকে পড়ে। পরে সেই ব্যক্তি বোমার বিস্ফোরণ ঘটায়, যাতে সে নিজেও নিহত হয়। অর্থাৎ এটি একটি আত্মঘাতী হামলা।

এই হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। তবে গত বছর শিয়া অধ্যুষিত এলাকায় হামলা চালায় ইসলামিক স্টেট (আইএস)।

আইএসের বিধ্বংসী ভূমিকা মোকাবিলায় হিমশিম খাচ্ছে ইরাক সরকার।



মন্তব্য চালু নেই