বাংলাবাজার মহিলা কলেজ কেন্দ্র দখল ছাত্রলীগের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাটুয়াটুলী রোডের বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র দখলের অভিযোগ পাওয়া গেছে।

সকাল ৯টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে একদল নেতা-কর্মী এসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে জোর করে বের করে দেন। এ নিয়ে প্রতিদ্বন্দ্বী এজেন্টদের সঙ্গে কেন্দ্রের ভেতরে ও বাইরে তুমুল বাকবিতণ্ডা হয়। পরে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী এসে দুপক্ষকেই কেন্দ্র থেকে বের করে দেয়।

প্রতিদ্বন্দ্বী এজেন্টদের অভিযোগ, কেন্দ্র দখল করে ছাত্রলীগ নেতা-কর্মী জাল ভোট দিয়েছে।

বিষয়টি প্রিজাইডিং অফিসার ও তার সহকারীর কাছে জানতে চাইলে একজন মুখ খুলতে রাজি হয়নি। তবে অন্যজন বিষয়টি স্বীকার করেছেন।

এই কেন্দ্রে ভোট দিতে আসা ভোটার আয়েশা আক্তার ভোট দিতে না পেরে ফিরে গেছেন। তবে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের বাধা ছাড়াই ভোটকেন্দ্রে ছাত্রলীগ নেতা-কর্মীরা স্বাভাবিকভাবেই ঢুকছে বলে অভিযোগ উঠেছে।



মন্তব্য চালু নেই