বর্ষবরণে বিদেশিরা
বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। ছেলরা লাল-নীল পাঞ্জাবি, মেয়েরা বাহারী রংয়ের শাড়ি পরে বের হন বাংলা নববর্ষের প্রথম দিনটিকে বরণ করে নিতে। তরুণ-তরুণী, ছোট-বড়, আবাল-বৃদ্ধ-বনিতা সকলে যোগ দিয়েছেন আনন্দের এ মহাযজ্ঞে। আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বাঙালিদের প্রাণের এ উৎসবে যোগ দিয়েছেন বিদেশিরাও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, বিদেশি নারী ও পুরুষেরা বাঙালির চিরচেনা ঐতিহ্য শাড়ি ও পাঞ্জাবি পরে পয়লা বৈশাখ বরণ করতে এসেছেন। মাথায় মালা পরে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন। পছন্দের মানুষের সঙ্গে ছবি তুলছেন।
কথা হয় অস্ট্রোলিয়ান এক প্রবাসীর সঙ্গে। তিনি বলেন, বাঙালির উৎসবসমূহ খুবই আনন্দদায়ক। তাদের আন্দন্দ ভাগাভাগি করে নিতে র্যালিতে অংশ নিয়েছি। আজ সারা দিন ঘুরব।
মন্তব্য চালু নেই